নষ্ট হতে কষ্ট করে নষ্ট পথে গমণ,
       নষ্ট আশা বুকের ভিতর,
              নষ্ট কিছু স্বপন।
              নষ্ট হচ্ছে সময়,
        নষ্ট কার্যে হেলায় হেলায়,
নষ্ট ভাবে জগতে জীবনের পরাজয়।।


হাট বাজারে পুরুষ নষ্ট নারী নষ্ট ঘাটে,
         মদ গাজায় হয় যুবক নষ্ট,
                যুবতি নষ্ট ঠাটে।
                নষ্ট চরিত্রে কলঙ্ক,
          চুরি ডাকাতি নষ্ট কর্মকান্ড,
হাইজ্যাক খুন নষ্ট সমাজে নষ্ট পালঙ্ক।।


লোভ লালসা বিদ্যা নষ্ট স্বার্থে নষ্ট প্রেম,
           কীট পতঙ্গে ফুল ফল নষ্ট,
               অহংকারে নষ্ট জ্ঞান।
               পাপে নষ্ট সুখের স্বর্গ,
           অভাব অনটনে স্বভাব নষ্ট,
হিংসাতে ধর্ম নষ্ট তর্কে নষ্ট মধুর সম্পর্ক।।


রাজার দোষে রাজ্য নষ্ট প্রজার নষ্ট জীবন,
        ঝগড়া বিবাদে সুখ শান্তি নষ্ট,
               অশান্তির এক ভূবন।
                অন্যায়ে বিবেক নষ্ট,
         বিচারে সাধু নষ্ট নীতি আদর্শ,
গ্রাম শহর নগর বন্দরে জনগণ নষ্ট স্পষ্ট।।


অপচয়ে সম্পদ নষ্ট সুদে নষ্ট মর্যাদার মান,
         রাজনীতিতে ছাত্র ছাত্রী নষ্ট,
                বংশের কাটে কান।
                ঘুষে নষ্ট যত সুনাম,
         জর্জ ব্যারিষ্টার উকিল মুক্তার,
পুলিশে নষ্ট আইন শিক্ষক নষ্টে বদনাম।।


নষ্ট জাতি নষ্ট দেশে নষ্ট মানুষের বসবাস,
            নষ্ট আমি কপাল দোষে,
               নিত্য ঘটে সর্বনাশ।
               নষ্ট কথায় কান নষ্ট,
            মিথ্যার রাজত্বে সত্য নষ্ট,
নষ্ট পিরিত নষ্ট জ্ঞাতি আমার সকল ইষ্ট।।