তোমার নামের গৌরব করি
ও হে রাব্বানা
তুমি কেমন জানি আমি
তোমার অচেনা


তুমি আমার হও বা না হও
আমিতো তোমার
বান্দা বলে ডাকো আমায়
চির অঙ্গিকার
আমি যতই পাপী হই গুনাহগার
করলা কেন ঘৃণা


সৃষ্টিকর্তা পালন কর্তা
আমার অভিভাবক
বাঁচার জন্য জীবন দিলা
উদ্দেশ্য মুলক
যে আমারে যে যাই বলুক
সব তোমার জানা


মনের মাঝে নিত্য জাগে
কামনা বাসনা
আশা পুরন হয়না বলে
বাড়ে যন্ত্রণা
তোমার লাভের হিসাব ষোলআনা
সব লোকসান দেনা


আমি যা চাই তাই যদি পাই
থাকতাম মহাসুখে
না পাওয়ার বেদনা যত
টুটুল কাঁদে দুঃখে
দায়িত্ববোধ তোমার কি থাকে
দিতে করুণা