অবদান
তোফায়েল আহমেদ টুটুল


আনন্দে মাতিয়া পিতা
   গেল মায়ের কাছে
প্রলয়ের ধ্বংস লীলায়
    রঙ তামাশা মিছে।
নিঃসৃত নির্যাস পিতার
    মায়ের জঠরে ধারণ
আহার নিদ্রা সুখ শান্তি
     দুঃখের কষ্ট বরণ।
স্বার্থক পরিচয় পিতার
     মায়ের সন্তান প্রসব
সোনার ফসল উৎপাদনে
      বংশ বৃদ্ধির গৌরব।
পিতার অস্থিত্ব মাতৃগর্ভে
       দশমাস দশদিনে
বিধাতার অসীম কৃপায়
       শিশু সন্তান ভূবনে।
পিতার কোন দায় ছিলনা
       নিদ্রিত সুখে আচ্ছন্ন
রক্ত মাংস সন্তানের আহার
        মায়ের জোটেনি অন্ন।
প্রসব কালে ব্যথার ছলে
        মৃত্যু যন্ত্রণায় কাতর
ভূমিষ্ট সন্তানের মুখ দর্শণে
        সোহাগ যত্নের আদর।
কোলে তোলে দুঃখ ভুলে
        বুকের দুগ্ধ করে দান
সন্তানের নিকট পিতা মাতা
        কার বেশি অবদান।