আগুনের ছোট্ট শিখা জ্বলছে বশে
ভেবনা আলোতে কাটিল আঁধার,
মনে রেখ পুড়ানোর ক্ষমতা আছে
সাবধানে থাকবে সর্বদা হুশিয়ার।।
বিন্দু জলে সিন্ধু হয় না চিরন্তণ সত্য
শুকিয়ে নিবে বুঝি ভেঁজানো কাপড়,
ময়লা আবর্জনা কালো দাগ বসাবে
নষ্ট করে দিতে পারে সাজানো সুন্দর।।
সূর্য্য কিরণে চিক চিক ছোট্ট বালুকণা
গড়িতে দেখিলে এক সোনার মহাদেশ,
চোখের মণিতে পড়ল নিমিষে যখন
অন্ধকারে নিমজ্জিত জীবনের লেশ।।