অবুঝ অধম
তোফায়েল আহমেদ টুটুল


রহমানুর রাহিম, রাব্বুল আলামিন,
ডাকি আমি তোমারে,
আউয়াল আখেরে, চাই শুধু তোমারে,
দাও প্রভু আমায় ক্ষমা করে,
না জেনে শুধু করেছি অপরাধ,
খালি হাতে দিওনা কভু ফিরিয়ে,
আমি অধম মহা পাপী,
কাঁদি তোমার দরবারে।


ধনী চাইছে ধন, ভিখারির মতন,
গোপনে ডেকে তোমারে,
চাইছে কত, সবাই নিজেরি মত,
কেউ ডাকেনা প্রাণভরে ,
বাদশা কি আমির ,হোকনা মুসাফির
সকলি চায় দরবারে,
কাঙ্গাল হয়ে দাড়িয়ে ,
দুহাত দেয় বাড়িয়ে।


ধন সম্পদের পাহাড় গড়ে,
হালাল হারাম বুঝলামনারে,
মরন কভু ছাড়বে নারে,
দেখনা শুধু চিন্তা করে,
দুনিয়ারি ধান্ধায় ঘুরে,
আখিরাতের কর্ম পরে,
জীবন থাকতে মানুষ ওরে,
কাঁদবি কেন কবরে।