অচেনা সুখ
তোফায়েল আহমেদ টুটুল


আমি ফুল বাগানের সেরা ফুল,
গন্ধে মাতিয়ে করি ভ্রমর আকুল,
অলি যদি তুমি হও কর সন্ধান,
পথের ফুলের ঘ্রাণে জুড়াবে প্রাণ।।


নিরবে ভিজে যায় চোখের পাতা,
কষ্টের আঘাতে বাড়ে বুকের ব্যথা,
জানিনা এই ভাবে কাটবে কতদিন,
জীবনে কি আসবে কভু সুখ রঙিন।।


বেদনার নোনা জলে স্রোতে ভাসমান,
দুঃখের দহণ হয়না কখনো অবসান,
তীর হারা অতল সাগর হাবুডুবু জীবন,
সুখের আশা যেনো বেঁচে থাকা মরণ।।


সুখতো পথের ধারে নাম না জানা ফুল,
চিনে নিতে পারেনা কেউ সবে করে ভুল,
বাগানের সেরা ফুল তুলতে গিয়ে হাতে,
কাটার আঘাতে রক্তাক্ত সুন্দর প্রভাতে।।


সব লাল পাথরে কি চুনি পাওয়া যায়,
স্বার্থক ফুলের জীবন গিয়ে দেবতার পায়,
মানব জীবন কাটে সুখের সাধনার সন্ধানে,
অচেনা সুখ পেয়েছে কে কবে কোনখানে??