অধিকার কর্তব্য
তোফায়েল আহমেদ টুটুল


পৃথিবীতে মানুষের সাথে মানুষের সম্পর্ক ,
অটুট রাখতে পালন অধিকার ও কর্তব্য ।
অধিকার ছাড়িয়া দায়িত্ব পালন বড় দুষ্কর,
পারস্পারিক সহযোগিতা সম্পর্ক হয় মধুর।
সর্বদা যদি নিজস্ব অধিকারের কথা ভাবে,
অজান্তেই সকল সম্পর্ক তিক্ত হয় তবে।
কখনো হয় ছিন্ন আবার তৈরি চরম শত্রুতা,
দায়িত্ব পালন করেই হয় অধিকার প্রতিষ্ঠা।


প্রতিটা সম্পর্কের মুলে দুজন ব্যক্তি থাকে ,
পিতা পুত্র স্বামী স্ত্রী ভাই বোন পৃথিবীর বুকে।
সম্পর্ক গড়ার সময় কোন প্রকার চুক্তি হয়না  ,
কর্তব্য অবহেলায় অধিকারে লড়াই ঠিকনা।
একজন শুধু কর্তব্য পালনে কষ্ট করবে সর্বদা,
অন্যজন ভোগ করবে অধিকারের বিলাসিতা।
মানব জীবনে দুঃখ বলতে শুধু এইটুকু বুঝায়,
আবদ্ধ থাকা সম্পর্কে যদি অধিকার না পায়।


অধিকার জোর করে আদায় করা যায়না,
সম্পর্ক গভীর হলে বাড়ে অধিকারের ফণা।
মানুষের ব্যক্তি স্বাধীনতায় বাধা দিলে কভু  ,
মধুর সম্পর্ক ভুলে গিয়ে ঝগড়া তর্ক হয় শুধু।
অধিকার আদায়ে দায়িত্ব চাপিয়ে দিলে,
মধুর সম্পর্ক দংশিত হয় বিষাক্ত ছোবলে।
আজকাল মানুষগুলো অধিকার প্রতিষ্ঠায়,
দন্ধ করে অবিরত দায় দায়িত্ব অবহেলায়।