দয়াল তোমার লীলা তোমার খেলা
আমার কাটে বেলা
আমার প্রতি তোমার একটু
বেশি অবহেলা


ভিন্ন আমি ভিন্ন তুমি
ভিন্ন এই ভূবন
লাভ লোকসান হিসাব নিকাশ
তোমার প্রয়োজন
পাপ পূণ্য সুদ নির্ধারণ
মহাজন একেলা


বাঁচার আশায় কর্ম করি
ভালো মন্দ তাতে
জীবনের এই ঋণের বোঝা
পারিনা শোধিতে
বোঝলেনা এই জগতে
আমার কিসের জ্বালা


কত কিছু পাওয়ার জন্যে
ধৈর্য্য ধরে থাকি
দিশেহারা হয়ে গেলে
তোমায় শুধু ডাকি
অভাবের এই স্বভাব ঢাকি
বাড়াইতে ঝামেলা


তুমি কেমন মহান শ্রোতা
দিলেনা প্রমাণ
দুঃখ কষ্ট ভুলাইতে
সুখের প্রতিদান
টুটুলের রচনা এই গান
অহেতুক বলা