অমনোযোগী
তোফায়েল আহমেদ টুটুল


চৌদিকে মিনারে মুয়াজ্জিনের সুরে
আযানের ধ্বনি বাজে কানে,
মুমিন মুসলমান রক্ষা করে ঈমান
ছুটে চলে যায় মসজিদ পানে।


ওযু গোসল করে পবিত্র শরীরে
সালাত কায়েমের তাগিদে,
অন্যায় অত্যাচার অপকর্ম গুনার
হিসাব কষতে বসে সুবিদে।


আল্লাহু আকবার রুকু ও সেজদার
তাসবিহ পাঠে হয়ে গাফেল,
এই নামাজে পূণ্যে হবে কি ধন্য 
বুঝবে কি অজ্ঞানী বেয়াক্কেল।


সূরা মাউনে আল্লাহ পবিত্র কুরআনে
আক্ষেপ করে বলেন বান্দারে,
নামাজে বেখবর হলে মুমিনের অন্তর
ইবাদতে সন্তুষ্টি নেই পরোয়ারে।


হৃদয়ের ধ্যানে দৃষ্টি পানে পবিত্র আসনে
আল্লাহ তায়ালা হয় হাজির,
আসছালাতুল মেরাজ দেখা ও সাক্ষাত
বান্দা খোদার সম্পর্ক গভীর।


পূর্ণ মনোযোগে দুনিয়াবী ভাবনা ত্যাগে
করিতে হইবে ঈমানের আমল,
নামাজে অমনোযোগী হয় যে বেয়াদবী
অজ্ঞানীর পরিচয় মুমিন সকল।।