অন্তরের অনুরাগ
তোফায়েল আহমেদ টুটুল


কে তুমি বলনাগো?
অভিমান কর কি কারণে?
আছে কি অধিকার  কর্তব্য তোমার?
আসামী বল কোন ঋণে?


কে  তুমি স্বাধীন?
আমি কেন পরাধীন?
বিশ্বাসে বিলীন কে কার মাঝে?
ভিতরে বাহিরে,
অনুরাগে অন্তরে,
মিছে অপরাধী শুধু ভুল বুঝে।
আমি যে হতাশায় তোমারি আশায়,
ডাকি বসে মনে প্রাণে।।।


ভক্তির পুজনে,
সাধনার আরাধনে,
সেবিছি তোমার দুটি রাঙা চরণ,
সন্দেহের অনলে,
পুড়াও কেবল আড়ালে,
পাইনা কেন কভু মধুর আলিঙ্গন?
দিবা নিশি প্রার্থণা কে ফুড়াবে বাসনা?
সাজানো আরতির ধ্যানে।