অন্তরযামী
তোফায়েল আহমেদ টুটুল


শক্তি সাহস দিলে তুমি হয়েছি যে বিপথগামী,
কুমন্ত্রণায় কুপথে গমন খেয়েছি ধোঁকা আমি।
বিপদ আপদ দুঃখ তাপে আশ্রয় খুঁজে একা,
অজ্ঞানী অধম সাজি হতাশায় জনম বোকা।
স্বজ্ঞানে সুস্থ মনে বিশ্বাসে যখন করি স্বরণ,
উদ্ধার করিতে প্রভু দিলেনা কভু এসে দর্শণ।


আনন্দ চিত্তে ভেবে যতই আমি হই অগ্রসর,
নির্মম নিষ্ঠুর পাষাণীর ন্যায় দিলেনা সুনজর।
দয়া মায়ার মেহেরবানী দানে যদি হবে কৃপণ,
কোন দেনার অপরাধী করিলা জগত সৃজন।
রুপ সুরুত সুন্দরে বিশ্ব ব্রহ্মান্ডের কারিগর,
উড়িয়ে রঙিন ঘুড়ি হাতে নিলা নাটাইের ডুর।


তৃমি প্রভু অন্তরযামী স্বাক্ষী পবিত্র কুরআন,
লা ইলাহ ইল্লাল্লাহ বলে আনিলাম পূর্ণ ঈমান।
অন্তরে বাহিরে সত্য ন্যায়ের প্রদীপ জ্বালো,
পথভ্রষ্ট আঁধারে সুপথে নাও দেখিয়ে আলো।
সরল সঠিক পূণ্যের যে পথ কামনা আমার,
দাও হে পৌছে সে গন্তব্যে করুণায় তোমার।