অনুভুতির বাঁধন
তোফায়েল আহমেদ টুটুল


হৃদয়ের গভীরে কে? বসত করে দিবা নিশি,
অকারণে পাগল সেজে, ভাবিতে হই উদাসী।
তাক দিনা দিন তা না, সারে গামা পা দা নিসা,
মন মহলে গুপ্তচোর প্রতি প্রহরে যাওয়া আসা।
দিনগুলো যায় আনমনে রাতগুলোতো কাটেনা,
বিরহের করুণ রোঁধন সুর তুলেছে জীবন বীণা।


ভালবাসার পথ ধরে বুকের ভিতর ছোট্ট নীড়ে,
স্বপ্নগুলো ডানা মেলে, অজান্তে অনুভবেতে উড়ে।
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে দিগন্তের সীমানা জুড়ে,
ইচ্ছেগুলো দিচ্ছে তাড়া ডাকছে কেবল চুপিসারে।
সুখ পাখি মনের খাঁচায় পুঁষি কত যতন করে,
প্রেম কাননে কুসুম কলি ফুটবে যত হৃদয়পুরে।


নিঃসঙ্গতা থাকছে ঘিরে, হারিয়েছি শুধু নিজে,
অচীন দেশের রাজকুমারী কোথায় পাব খুঁজে।
সোনা রুপা কোন সে কাঠির পরশ পেলে মনে,
পাতালপুরীর অপ্সরী বসবে রাণীর সিংহাসনে।
প্রেমের আলিঙ্গনে, জীবনে মরণে করবে আপন,
বিশ্বাসের শিকলে ভালবাসা অনুভুতির বাঁধন।