এসো তুমি আমার হৃদয় গহীণে
খুঁজিয়া দেখ আমার দুটি নয়নে
সাজিয়ে রেখেছি রঙ্গিন স্বপনে
সুখ শান্তির যতনে গড়া ভূবনে।


নিত্য বীণা বাজে আমার অন্তরে
মাতাল হয়েছি নাচের ঝংকারে
অবিরাম ডাকি প্রিয় নামটি ধরে
মধুর মিলন চাই আশার বাসরে।


বুকের ভেতরে বাঁধি ছোট্ট নীড়
তপ্ত খড়ায় পাঁজর ভেঙ্গে চৌচির
দিক বিদিকে দিশেহারা অস্থির
তোমায় পাওয়ার বাসনা অধির।


মম চিত্তে আর্তনাদ যেই ব্যথার
বিণয়ের আকুতি শুধু অপেক্ষার
চিতার অনল জ্বলে মরণ যন্ত্রণার
সপ্ত সাগর জল বৃথাই শান্তণার।