অপেক্ষার প্রহরগুলো
তোফায়েল আহমেদ টুটুল


আজ কি বার কত তারিখ দিন মাস বছর গেল কত,
অষ্টমঙ্গলা পূজা পার্বণ ঈদ জন্মাষ্টমী সবি হল গত।
কবে কখন কোন পথিক তিলেক দন্ড আশ্রয়
পেতে,
ক্লান্ত দেহে অবসন্ন মনে তৃষ্ণার্ত পিয়াসে শীতল হতে।
করুণা ভিক্ষা চাইল নির্বাক চোখে দৃষ্টির আবেদনে,
নিরাপদে অবস্থান করিল বুকের নীড়ে হৃদয় গহণে।


অশনি সংকেত জীবনে মোর ওলট পালট
স্বপ্ন তরী,
ভাবনার তরঙ্গে ভেসে অপেক্ষার সাগর হাল ধরি।
প্রতিনিয়ত প্রহর গুনে বৈঠা হাতে তীরের সন্ধান,
সুখের পবন লাগবে পালে বিজয়ের উড়বে নিশান।
দুঃখ কষ্টের ঊর্মিরা আছড়ে ভাঙ্গে বুকের পাঁজর,
অনন্তকাল জীবন মাঝি চিরশান্তির গুনছে প্রহর।


সে আমার বুকের ভিতর মনকে দিল হটাৎ নাড়া,
আহার নিদ্রা ভঙ্গ হইল আশাগুলো সব দিশেহারা।
কে বিরাজে হৃদয় মাঝে তাহার তালাশ সকাল সাঝে,
প্রেমের বীণা মোহন সুরে দিবানিশি অন্তরে বাজে।
ভাবনার শহরে প্রতিনিয়ত তাহারে খুঁজিতে হয়রান,
অপেক্ষার প্রহরগুলো দীর্ঘতম কেবল হয়না অবসান।