ওরে মানুষ নাই কি তোর হুশ?
    সুখ শান্তির নেশায় মত্ত,
মানুষ হয়ে জন্ম নিয়ে ভূবনে
    জীবনে কি করলি আয়ত্ত?
ওরে মানুষ নাই কি তোর জ্ঞান?
     মানুষের যা করা উচিত,
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে
      শিখলি না তার কিঞ্চিৎ।
ওরে মানুষ নাই কি তোর চরিত্রে?
      মানুষের যে ন্যায় নীতি,
লোভ লালসার স্বার্থের হিসাবে
      উদ্ধার পেতে পরের ক্ষতি।
ওরে মানুষ নাই কি তোর মানবতা?
      সত্য মিথ্যার বিবেক বোধ,
প্রেম প্রীতি ভালোবাসার প্রতিদানে
      নিতে চাস কার প্রতিশোধ?
ওরে মানুষ নাই কি তোর পবিত্র মন?
      সততার আদর্শে যে মহান,
কর্ম ব্যবহারে সুন্দর পৃথিবী সাজিয়ে
      রচিতে ভূস্বর্গ জগত কল্যাণ।
ওরে মানুষ তোর কি নেই মৃত্যুর ভয়?
       পারবি কি কভু দিতে ধোকা?
মিছে মায়া মরিচিকার পিছে কত কাল
        ঘুমিয়ে থাকবি ওরে বোকা।
ওরে মানুষ তোর কি নেই কোন তপস্যা?
        আরাধনায় পেতে সাধনা সফল,
পৃথিবীর তরে ক্ষণিকের শ্রেষ্ট মানব জীবন
        জয়ের ব্যর্থতায় হবে কি বিফল?