ওরে অন্ধ,
নয়ন দুটি তোর কেন বন্ধ?


দেখ না খোলে পৃথিবীর রুপ
কত সুন্দর বিস্ময়কর ভূবন,
অনাহারী কত ক্ষুধার জ্বালায়
দিবা নিশি শুধু করেছে ক্রন্দণ।
উদর পূর্ণ তুই করিলি কয়বার
নজর পড়েনি তাদের একবার,
আহার যোগাতে সকাল সন্ধ্যা
দয়া ভিক্ষা চাইছে তোর করুণার।


মানুষের নিকট অধিকারের দাবী
চাহিদা মিটাতে অর্থের যোগান,
আঁখিদ্বয় ঘৃণা ভরা দৃষ্টির সীমানা
করিস যাদের আঘাতে অপমান।
হত দরিদ্র দীন ভিখারীর ঝোলায়
কেবলি হস্তজোরায় নিরাশার ছাই,
সন্তানের কান্না থামানো বড়ই দায়
জীবন বাঁচাতে উপায় যে আর নাই।


নিত্য কুপথে এবার করিল সে গমণ
অর্থ কড়ি আয় রোজগারে উপার্জন,
চুরি ডাকাতি ছিনতাই হাইজ্যাক খুন
অসামাজিক কার্যে লিপ্ত সারাক্ষণ।
এবার বুঝি দেখলি সব দুইচোখ ভরে
দন্ডনীয় অপরাধের কঠিন শাস্তি দিতে,
বিচার কার্যের সালিশে বিধান জারি
সর্বোচ্চ মৃত্যদন্ডের আদেশ ফাঁসিতে।


ওরে কানা অহংকারে ধিক তোকে শত
হারালি ভবে দুইচোখে আলোর জ্যোতি,
দেখলিনা তুই জগৎ জুড়ে অমানবিক
নরখাদক পিশাচের আনন্দে মাতামাতি।
স্বার্থের প্রয়োজনে দেখলি কত জালেম
নিষ্ঠুর অত্যাচারীর নির্মমতার পরিহাস,
অবিচারে শক্তির দাপটে ক্ষমতাসীন
মানুষের দ্বারা মানুষের চরম সর্বনাশ।