দুনিয়ায় বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
        তোমায় খুঁজতে দয়াল
            কোন পথে চলি?


দয়া করে এসো যদি অধমের নীড়ে
         ইচ্ছা করে না আসিলে
             কে আনতে পারে?


রঙ তামাশার হাটে চিত্ত বিনোদনের
         সওদা করি রঙের পুতুল
              মাশুল কি ভু্লের?


অজ্ঞানী অবুঝ স্বভাব নকল হাটে বসে
          বিক্রি করি আসল সোনা
               কপাল পুড়ে কিসে?


দয়ার মহিমায় যে জন দিল পুঁজি মূলধন
           তাকেই করলাম অবহেলা
                  চিনি কি মহাজন?


অন্তরে বসে দুষ্ট মদন মন সওদাগর বোকা
          লোভ লালসার হিসাব কষে
               কে দেয় কাকে ধোকা?


দয়ালের সুরুত আমি নামে আদম জাদা
         নূরের ফেরেসতা সেজদা করে
                 আমার কি মর্যাদা?


ভুল ভ্রান্তির পথভ্রষ্টে অপরাধ কত জমা
         ফরিয়াদ কবুল করে দয়াল
              করবে কি গো ক্ষমা?