অস্থিত্বের সাধন
তোফায়েল আহমেদ টুটুল


পঞ্চ ইন্দ্রিয় জয়ে ষড় রিপুর সাধন,
তপস্যার তপোবনে যোগ্যের আয়োজন।
লোভ নারায়ণ ভট্টাচার্য রন্ধন শালার কার্যে,
ক্রোধের অনলে পুড়ে রান্না হয়েছে বাজে।
মোহ মায়া মাৎসর্য মসলার বাটনা হাতে,
লোভের সাথে যুক্ত হয়ে দল একসাথে।
কামের রাজ্যে মায়াবিণী মতিভ্রমে উদাস,
দিবানিশি করছে বসে মাথার উপর বাতাস।
আদর যত্নে পথ আটকালো তিলেক দণ্ড ক্ষয়,
কামিনীর মধুর রসে হবে সকল জয়।
রাজার বাড়ি খুঁজতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ,
আপন গন্তব্য ভুলে অবেলাতে কেটেছে দিন।
ইন্দ্রজালের শিকল পায়ে নিক্ষিপ্ত কারাগারে,
জীবন ব্যপি তপস্যার ধন হারালি অকাতরে।
ক্ষণে ক্ষণে মনে করে অমূল্য মানিক রতন,
সাধু হয়ে চোরের প্রেমে আপন অস্থিত্ব বিসর্জন।