অতৃপ্ত সুখ
তোফায়েল আহমেদ টুটুল


এ যেনো এক অন্য জীবন
অন্য আমি অন্য ভূবন।
আড়ালে থেকে চাই ভালবাসা
মিটাতে অতৃপ্ত পিপাসা।।


কে তুমি চাও আমাকে পেতে
চাইনা আমি সবারি হতে।
একজনকে দিতে চাই একটা মন
যে হবে আপন শুধু প্রিয়জন।।


আমায় জানতে কারো ইচ্ছে হলে
কাছে এসো নির্ভয়ে চলে।
আমি যে আঁধারে বন্ধি ছলনার ভয়ে
কে আছ বিশ্বাসী আসো নির্ভয়ে।।


অঙ্গে অঙ্গে দুজনে থাকিব মিশিয়া
কামনার উষ্ণ আলিঙ্গণে।
বুকের গহীণে হৃদয় নীড়ে দুটি পাখি
আমরা দুজন প্রেমের বন্ধনে।


জাত কূল সব বিসর্জনে বধূ সতী সাদ্ধী
পরকীয়া প্রণয়ে কলঙ্কের চন্দণ,
স্বামী সন্তান পরিবারের মুখে চুন কালিতে
অতৃপ্ত সুখ অনায়েসে করে আস্বাধন।।।