অভাগীর প্রেম
তোফায়েল আহমেদ টুটুল


সাধে সাধে ফাঁদে পড়ে কেঁদে মরে বক,
মনের ঘরে কে আছে চিনেনা সে লোক।
ষোল আনা মন সপিয়া অন্তরে বেদনা,
প্রাণের বুলবুলি বুকের খাঁচায় অচেনা।
মিছেই শিকল দিলাম বিশ্বাসের সুঁতায়,
উড়িয়া গিয়া বন্ধি হল কার পিঞ্জিরায়।


অভাগীর বন্দিদশা অচীন কুমারের বুকে,
ভালবাসার শিকল পড়ে নাচে কত সুখে।
মনের ঘরে দ্বীপ জ্বালিয়ে অনন্ত অপেক্ষায়,
বাঁধন ছিড়ে মুক্ত হতে কতইনা ছটফটায়।
স্বাধীন তবু পরাধীন অভাগীর এই ক্রন্দণ,
আপন অস্তিত্ব বিসর্জনে অদৃশ্য এক বন্ধন।


মন থাকে খাঁচার পাশে যদি ময়না আসে,
আদর যত্নে দুধ কলা দিতাম ভালবেসে।
কিভাবে ফিরাব ভাবছি  সকাল বিকাল,
সুখ নেই বিধির লেখা মোর পোড়া কপাল।
অভাগীর অন্তরে চিতা জ্বলে দিন রজণী,
নিভানোর ব্যর্থ চেষ্টায় দুই চোখ ঢালে পানি।