আমার অন্তরে যে পাপ তা কি তোমরা দেখেছো
তোমাদের নিয়ে কুচিন্তা ভাবনায় আমি অস্থির
তোমার রুপ যৌবন উপভোগ করতে ফন্দি আটি
তোমার অর্থ সম্পদ আত্মসাৎ করতে পরিকল্পনা করি
তোমাকে বিপদে ফেলার নিত্য নতুন জাল বুনি
তোমাকে ব্যবহার করে স্বার্থ সিদ্ধির হিসাব করি
তোমার সবকিছুতে আমার দাবী ষোলআনা ভাবি
তোমার থেকে নিব তবে দেবার ইচ্ছা লালন করিনা


আমার মনের ঘরে তুমি কি কখনো প্রবেশ করেছো
তুমি সেখানে বসবাস কর ঠিক তবে নিরাপদে নয়
তুমি কখনোই সেখানে স্থায়ী বাসিন্দা হতে পারবে না
তুমি কতটা ভরসা করে ভালোবাসার মহল গড়বে
তুমি আমাকে কতটা আপন ভেবে পাশে থাকবে
তুমি দায়িত্ব পালন করলেও আমি কর্তব্যপরায়ন নই
তুমি আমাকে পছন্দ করলেও আমি অপছন্দ করি
তুমি ত্যগে সুখ চাইলেও আমি ভোগে কষ্ট দিতে পারি


আমার হৃদয় নীড়ে তোমার ঠিকানা খুজে পেয়েছো কি
তোমার স্বপ্ন আশা গুলো আমি সবসময় এড়িয়ে চলি
তোমার কথা বার্তা কার্যকলাপে বিরক্ত হয়ে রাগ করি
তোমার সহজ সরল অনুভুতিতে আঘাত হানি বার বার
তোমার পবিত্রতা রক্ষায় নয় বরং কলঙ্কের কালি ছুড়ি
তোমার জীবনের মহামূল্যবান সতীত্ব নষ্ট করতে চাই
তোমার মান মর্যাদা বিনাশ করতে শত্রুতা তৈরি করি
অবুঝ জ্ঞানে বোকা বানিয়ে জুয়ার আসরে বাজী ধরি


এই আমি কত খারাপ কে জানে কে চিনে কে দেখে
আমার ভিতরে আমি মহ শয়তান লোভ লালসা পুষি
কামের বাসনায় ক্রোধে উম্মাদ হয়ে অন্যায় পথে চলি
হিংসা বিদ্বেষ অন্তরে পুষে ধ্বংসের হলি খেলায় মাতি
রণাঙ্গনে দাড়িয়ে পৃথিবীকে মহাশ্বশ্মানে পরিণত করি
শক্তি ক্ষমতার দাপট দেখিয়ে নিজের আয়ত্বে রাখি
মিথ্যার মুখোশে সত্য গোপন করে শাসন শোষন করি
ভয় ভীতি প্রদর্শনে লুটে পুটে রাজ্য সিংহাসন গড়ি