অভিমানী
তোফায়েল আহমেদ টুটুল


চোখে যদি চোখ পড়ে,ঘৃনা কর আমায়,
অপলক দৃষ্টিতে দেখবো শুধু তোমায়।
হাতটি কভু বাড়িয়ে দিলে দূরে সরে গেলে,
বাহু ডোরে বেঁধে রাখব লজ্জা শরম ভুলে।
চলার পথে হঠাৎ দেখে চমকে উঠ যদি,
চিৎকার করে ভালবাসি বলব নিরবধি।
স্মৃতি যদি না হয় স্বরণ ভুলে তোমার মন,
ধ্বংস করতে নিজেকে করব আক্রমণ।


উত্তপ্ত সাহারা মরুর বুকে উষ্ণ বালুভূমি,
ঝর্ণাধারার শীতল প্রবাহ বয়ে আনব আমি।
তবুও যদি ভুল বোঝ অবহেলা অনাদরে,
সারাজীবন ভালবাসা রাখব হৃদয় নীড়ে।
কেন তুমি ? হয়ে গেলে এতটা পাষাণ,
বেদনার অনলে পুড়ালে সাজানো বাগান।
চাইনা কিছু তোমার নিকট প্রেমের প্রতিদান,
মরণের ওপারে গিয়ে করব তোমার সন্ধান।


আমি তোমার প্রেমে মরা দেখ এক নজর ,
অপরাধী হলেও তবু ভালবাসে এই অন্তর।
তোমার আমার মাঝে কলঙ্কের নেই ডর ,
তুমি যদি ভিন্ন ভাব আমি ভাবিনা কভু পর।
দোষ কি দিব ? ভুল জীবনে হতেই পারে,
অভিমানে অনুরাগে কেন যাবে দুরে সরে?
কেন তুমি ? করে দিবে প্রেমের অবসান,
অভিমানী, মানুষকে কাঁদিয়ে নয় অভিমান।