পবিত্র হৃদয়
তোফায়েল আহমেদ টুটুল


হৃদয় কিন্তু সবার মাঝেই আছে
     সবাইকে দেয়না স্থান সেথা,
ভালবেসে যাকে আপন করে বাঁধে
        তার জন্যই বিরহের ব্যথা।


হৃদয় চালিকা শক্তি মহাচালক বিধি
         চালায় মাটির অসাড় দেহ,
নিজেই দেখেনা উত্তপ্ত জ্বালানো অনল
        বুঝবে কি করে অন্য কেহ?


বিরহের অনলে পুড়িয়া যেজন
      অন্তর করিল দহণ,
কহেনি সে কথা লুকিয়েছে ব্যথা
     অবিরত করেছে ক্রন্দণ।


খুঁজিয়া বেড়াইছে হৃদয়ে যাহাকে
        দিবা নিশি করিয়া স্বরণ,
অন্তরে শুদ্ধ প্রেমের পবিত্রতা রক্ষায়
      দৃষ্টির আড়ালে রয়েছে গোপন।


পবিত্র হৃদয়ে সর্বদা ভালবাসা উদার
         আপন ক্ষতি নেয় মেনে।
সুখ শান্তি মঙ্গল কল্যাণ কামনা করে
       আপন স্বার্থ ত্যাগে বিসর্জনে।।