পাখি পুষি কি আশায়
মনেরি খাঁচায়
যে পাখি তার ঘর বাঁধেনা
আপন ঠিকানায়


মতিভ্রমে দমে দমে
পুড়ায় কেবল শঙ্কাগুনে
পাখিটার অভাব পুরনে
আমি নিরুপায়


পাখির স্বভাব বড় নবাব
হুকুম জারি করে
রঙ তামাশায় হাসি খেলায়
রাখিতাম আদরে
মায়া সুতা দিয়া তারে
বাঁধি আমি হৃদয় নীড়ে
সোনার শিকল যতন করে
পাখির রাঙ্গা পায়


যখন যেথায় যায়রে পাখি
আমি ভয়ে থাকি
শাসন বারন মানেনা সে
করতে চালাকি
প্রেম প্রীতির ভালোবাসা
ধরতে পাখি নেই ভরসা
এই কপালে রয় দুর্দশা
টুটুল অসহায়