আমি পাপ করেছি দোষী হয়েছি
সাজা দিতে সাহস হয়না
পাপের সুত্র ধরে লোকের ভিড়ে
গীবত করে অন্ধ কানা


আমার পাপে আমি দোষী
ঈমান যে তোর সর্বনাশী
বেসুরে কেন বাজালি বাঁশি
শরিয়ত কি হল মানা


আমার কথা কর্ম ব্যবহারে
অতিষ্ট হল মানুষ অত্যাচারে
শক্তি ক্ষমতা কত জোরে
বাহাদুরি সবার জানা


ভয় যদি পাস বলতে আমায়
সহ্য করে তোর দুর্বলতায়
ধৈর্য্য ধরে বিধান সভায়
আইন কানুন তোর দিতে হানা


ভন্ডামী তোর জীবন যাপন
যারে দেখিস সেইতো আপন
কথায় কাজে বাড়াস দুশমন
আমার নীতি ষোল আনা


আমার হিসাব আমি রাখি
কাউকে কি আর নিব ডাকি
মরার পরেও করি চালাকি
টুটুলের লাশ কাঁদে টানা