পরাজিত আমি
তোফায়েল আহমেদ টুটুল


তোমার নিকট নয় আমার মনে পরাজিত আমি,
ভালবাসি বলে আশাগুলো সব ধু ধু মরু ভূমি।
পৃথিবী কাছে নয় জীবনের কাছে পরাভুত আমি,
বার বার মিছে মরিচিকার পিছে আলেয়াকে চুমি।।


মানুষের নিকট নয় সময়ের কাছে হেরেছি আমি,
কুয়াশা ধূসর আবছা আধারে স্বপ্নের বেলা ভূমি।
বিশ্বাসের নিকট নয় জানি অবিশ্বাসের অগ্নি বুকে,
ছলনার হাতছানিতে মায়াজালে ফাঁদ পেতে সুখে।।


প্রতাণার অঞ্জলী গেথেছে মালা আড়ালে কাঁটা লুকে,
বিষাক্ত ফণার বিঁষ কালনাগিনী মায়াবীনীর চোখে।
আরাধনাতে মগ্ন ধ্যানে ছদ্মবেশে আসল ঢেকে,
পলাতক ফেরারী আসামী আনন্দের মহা সুখে।।


সম্পর্কের বাঁধনে আবদ্ধ রেখে মুক্ত বিহঙ্গ তুমি,


কোমল হৃদয় থেকে মুছে দিতে পরাজিত আমি।


যত্নে সাজানো মনের মাধুরী দিয়ে অঙ্কিত
তুমি,
ভালবাসার ভুবনে বীরযোদ্ধা পরাস্ত সৈনিক আমি।।