পথিক
তোফায়েল আহমেদ টুটুল


ভেবে দেখো পথিক মনে
                    পথ চলিয়া অতি গোপনে,
আশায় গন্তব্যের সন্ধানে
                     পৌছিলা একাকী নির্জনে।


আসিয়াছো কত বহুদূরে
                     ভবে সঠিক ঠিকানা ছেড়ে,
ফিরবে কবে আপন নীড়ে
                     পথ ভুলে কোন পথ ধরে?


মিছে মায়া মরিচিকার পিছে
                 ঘুরে ফিরে যাও কাহার কাছে,
গণা দিন রাত সকল ফুড়াইছে
                  শেষে কি আর হিসাব আছে?


পাহাড় পর্বত সাগর নদী ক্রমে
                 বহ্মান্ডে আকাশ পাতাল ভ্রমে,
ক্লান্তি দূর করিতে কভু বিশ্রামে
                ঠাই পেলেনা কোথাও আশ্রমে।


পলাতক অতিথী নিত্য আপন
                 যার খুশিতে মগ্ন সাধন ভজন,
সদা সত্য চিরঞ্জীব ভেবে জীবন
               মৃত্যু ভয় পথিকের হয়নি স্বরণ।


পথের মাঝে শত শত পথচারী
                 কেউ হয়নি সহযাত্রী সওয়ারী,
অচীন দেশে যাত্রা আপন বাড়ি
                 বিদায় নিলে মরণ রথে চড়ি।