পিপাসা
তোফায়েল আহমেদ টুটুল


পিপাসায় ছাতি চৌচির মরি কেবল দুঃখে,
নদী ভরা জল রয়েছে তৃষ্ণা কিসের বুকে?
আছে নাকি এমন সুধা পান করিলে ভবে,
পরিপূর্ণ তৃপ্ত সহকারে কভু পিপাসা মিটিবে।


হাতের কাছে ভরা কলস আপন গৃহে রেখে,
অতৃপ্ত আশায় অন্য কলস খুঁজি শুধু চোখে।
নদী নালা খাল বিল সাগর মহাসাগর জল,
আটলান্টিক প্রশান্ত সব চাই আমার দখল।


এক বিন্দু বৃষ্টির ফোটা চাকতের মনে আশা,
আঁখিজলে বুক ভাসাই তবুও পাইনা ভরসা।
আল্লাহ মেঘ দে পানি দে শুষ্ক মাটির কান্না,
ধরণী তলায় জোয়ার এসে ভাসালেও বন্যা।।


মানব জীবন জনম ধরে গেল শুধু পান করে,
ধন দৌলতের পিপাসা তবু কেন রয় অন্তরে।
যত জ্বালা দেয় বন্ধু তত বাড়ে প্রেম পিপাসা,
তৃষিত হৃদয়ে জানি মিটেনা স্বাধ ভালবাসা।।