পিরিতি জান্নাতি ফল
তোফায়েল আহমেদ টুটুল


ফুল ফুটেছে ওই বনে ফুল ফুটেছে এই মনে,
ভালবাসার পাঁপড়ি গুলো দোলে রঙিন স্বপনে।
ফুলের গন্ধে মন আনন্দে উদাসী প্রেমের মালি,
সাধন ভজন আরাধনায় প্রেয়সী পায় শ্রদ্ধাঞ্জলী।
হৃদয় ব্যধি হিংসা ঘৃণা মহঔষুধ ফুলের সুবাস,
বিশ্বাসে চারা গজে ভালবাসার ফল বারোমাস।


হাসনা হেনা রজনীগন্ধা সৌরভে পরাণ আকুল,
গোলাপের কাঁটার জ্বালা বুকে বিরহের অনল।
ক্ষত বিক্ষত হৃদয়ে যত লাগে কাঁটার আঘাত,
ভালবাসা মনের কোনে তীব্র করে অমৃত স্বাধ।
দিবা নিশি ধ্যনে জ্ঞানে প্রেমের জিকির অন্তরে,
জান্নাতের উপহার তুচ্ছ প্রেমিকের দুহাত ধরে।


পিপাসিত অন্তরে ক্ষুধা চাওয়া পাওয়া নয় মিলনে,
প্রেম যে খোদার দান সবাই কিন্তু পায়না জীবনে।
তাজমহল পাথরের ভাস্কর্য ইতিহাসে রয় অম্লান,
ভিতরে মমতাজ ঘুমে বাহিরে সম্রাট শাহজাহান।
কি সুখে দিন কাটাবো কোথা যাই বল সন্ধানে,
পিরিতি জান্নাতের ফল ধরল না মোর বাগানে।