তুমি কে আমি কে আছি বল কে কোথায়?
তোমার আমার সম্পর্ক কি বলনা আমায়?
অচেনা দেশে বনবাসে আমাকে নির্বাসন,
বিরহ ব্যথায় প্রাণের দোসর তুমি প্রিয়জন।


এমন কি অপরাধ আমার তুমি আড়ালে,
অভিমানে আত্মগোপন অনুরাগের ছলে।
শান্তি সুখের যত আশা আবেদন দরবারে,
তোমার চরণে যাচি বিণয়ের নত শিরে।


মহাধনে ধনী তুমি ধন সম্পদ রাখ সঞ্চিত,
আমি কাঙ্গাল বলে কর করুণা থেকে বঞ্চিত।
মহান দয়ালু নামে সেজে আছ তুমি কৃপণ,
তোমার সন্তুষ্টি অর্জনে বৃথা আমার ক্রন্দণ।


হেরিনি জীবনে তোমায় দুই নয়ন ভরিয়া,
তবুও বিশ্বাসে আমি ডাকি ভালোবাসিয়া।
মসজিদ মন্দির গীর্জা অস্তিত্ব দর্শণে গমন,
সাধনার আরাধনা ভবে উপসনা অকারণ।


তোমার বসতির তালাশে খুঁজিলে ঠিকানা,
কোন রুপ আকারে বল যাবে আসল জানা।
দিবা নিশি অনুসন্ধানে ডাকিতেছি হরদম,
কাছে এসে দাও দেখা হও যদি তুমি পরম।