আমার জীবন আধারে ঢাকা ছিল
অনেক ভালো
কেন এলো এই প্রেম পরশ বুলাতে
কি যেন হয়ে গেলো


নিভিয়ে দিলাম এই জীবন প্রদীপ
আবার জ্বালালে আলো
সুখের স্মৃতি যত ছিল মনে
বিরহ ব্যথার কালো
মুছে দিয়ে সবকিছু নতুন স্বপন
কে যেন রাঙ্গিয়ে দিলো


আমার মরণ হলে দায় কি কারো
বাঁচাতে আসবে ছুটে
ক্ষতির দুয়ারে দাড়িয়ে আমি যে
মৃত্যু নিয়েছি লুটে
সবার আড়াল থেকে চুপি চুপি
এসেছো কি বাসতে ভালো


আমার জীবন আধারে ঢাকা ছিল
অনেক ভালো
কেন এলো এই প্রেম পরশ বুলাতে
কি যেন হয়ে গেলো