💃 মরণ 💃
তোফায়েল আহমেদ টুটুল


সুন্দর এই পৃথিবীর বুকে, পাতানো মায়া জালে,
ভুলিয়া গেছি আমি, মরিচিকা আলেয়ার ছলে।
সাজিয়ে জীবন, রাঙ্গাবো মন, ভাসব সুখের জলে
নিরাশার বালুচরে তাসের ঘরখানি, বেঁধেছি ধুলে!
আমিতো ভাবিনি, কখনো আমায় যেতে হবে চলে,
ধন সম্পদ, বাড়ি গাড়ি যত, আত্মীয় স্বজন ফেলে।
মরণের কথা কখনো আমি, স্বরণ করিনি বলে
মৃত্যুদূত সেকথা কি আর? যায় কখনো ভুলে?


সঠিক সময়ে, নির্ধারিত স্হানে, হইল আগমন,
আমার ইচ্ছা না হল তখন , তবুও হইবে মরণ।
আজরাঈল, আল্লাহর দুত হুকুম করবে পালন,
আমি পাপি, হতভাগা কাদি, স্বরন করিয়া তখন।
কুরআনে ঘোষনা ছিল, মৃত্যুর সাধ করিব গ্রহন,
দুনিয়াতে যতটুকু পেয়েছিলাম হায়াতের জীবন।
পাশে রয়েছে স্ত্রী, সন্তান, কত আত্মীয় স্বজন,
কি করিতে পারিবে তাদের মিছে মায়া বন্ধন?


জন্ম নিলে ভবে, মরিতে হইবে সবার এক দিন,
কেউ নেই এমন, জগতে পেল জীবন চিরদিন,
মা বাবার মানিক রতন, কতজনের ছিলে প্রিয়জন,
পিতা, পুত্র, ভাই বোনের আদর যত্নের গড়া জীবন।
পালাবে কোথায় তখন? আজরাঈল আসিবে যখন,
মৃত্যু যন্ত্রণা দুর করিবে, পৃথিবীর কার সাধ্য এমন?
কত সাধের জীবন সঙ্গী তোমার, কেউ নেই তখন,
বিদায় দিতে ব্যস্ত সবাই, হইবে যখন তোমার মরণ।


আমি বলি সবি আমার, আমি কে? বা, কে কাহার?
জীবন মাঝি বড় পাজি, চোখ বুঝিলে সব অন্ধকার।
মালেকুল মউতের হাত থেকে, কে পাইল নিস্তার?
নবী রাসুল এই দুনিয়ার, মরণ হল রাজা বাদশার।
আর কত খেলবে খেলা? মরন কি হবেনা তোমার?
আসল কত? গেল কোথায়! নাই কোন ঠিকনা তার?
পাপের রাস্তা ছেড়ে দিয়ে সোজা পথে চল এবার,
ঈমানের সাথে মৃত্যু, আল্লাহর দেয়া শ্রেষ্ট উপহার।


এই পৃথিবী হল, মানুষের জন্য ঠিকনা বিহীন,
মরণ এসে মুছে দিবে, সকল পরিচয় একদিন,
নবী বলেন, বেশি বেশি মরণের কথা কর স্বরণ,
জীবনের স্বাধ যত আছে, নষ্ট করে দিবে মরণ।
ভেবনা কেহ, হারিয়ে যাব আমি মরণ হবে যখন,
অস্ত গিয়ে সূর্যের উদয়ন, মরন জীবনের পরিবর্তন,
মানবাত্না ও পরমাত্মার ঘটাবে সুখের আলিঙ্গন,
মরণ হল রথ, অনন্তহীন যাত্রায় মানুষের গমন।