কোন ধর্মকে অবমাননা করা আমার সাধ্য নেই। তার পরেও যদি আমার লেখায় কোন প্রকার অবমূল্যায়ন হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি এবং ভুল ধরিে শোধরানোর সুযোগ করে দিলে বড় উপকৃত হইব।


♦♦ মানব ধর্ম♦♦


তোফায়েল আহমেদ টুটুল


সৃষ্টি করিয়া ঘোষনা করিলেন প্রভু,
"আশরাফুল মাখলুকাত "সৃষ্টি ইনসান।
তবে, কেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান
মানুষে করেছে মানুষে ব্যবধান।
সবার দেহে একি রক্ত, একি প্রান
আত্মা, জীবন সেতো বিধাতার দান।
বাইবেল, বেদ, গীতা, পবিত্র কুরআন,
ধর্মের পরিচয়, শুধু মানুষের কল্যাণ।
কে ডাকে? আল্লাহ, ঈশ্বর, কে ভগবান?
আমি ডাকি আল্লাহ, সাক্ষী  কুরআন।


পৃথিবীতে আছে কি? কোন ধর্মের বাণী?
মানুষে মাুনুষে করিতে, কাটাকাটি হানাহানি।
মানুষ এনেছে ধর্ম, হিন্দু, মুসলিম, খৃষ্ট্রানি,
বাইবেল, কুরআন, খোলে দেখ বেদখানি।
দাউদ, মুসা, ইব্রাহিম, ইসা, মোহাম্মদের বাণী,
রাম, কৃষ্ণ, শিব, গৌতম বুদ্ধের জীবনী।
কোথায়? পাইবে খোজে মানুষের অকল্যাণ,
স্রষ্ট্রার কাছে, হিন্দু, মুসলিম সকলেই সমান।
কোন সে স্রষ্ট্রা? সৃষ্টি করে হিন্দু, মুসলমান,
সন্তান দিল কে? তাদের,যত বৌদ্ধু খৃষ্টান।


ধনী আর গরিব মানুষ করেছে ব্যবধান,
ব্যথা পাইলে সকলের কেঁদে ওঠে প্রাণ।
বাবা, মা, ভাই, বোন, সকলের সমান,
আত্মীয় স্বজন সকল ধর্মে রয়েছে টান।
বাঁচিবার তরে হিন্দু, মুসলিম, বৌদ্ধু, খৃষ্টান
সকল ধর্মে মানুষ করিবে, মানুষে সম্মান।
মান অহংকার যত, করে দাও কুরবান,
হিংসার পতনে সৃষ্টি, ইবলিশ শয়তান।
দুনিয়ার বাহাদুরিতে, বাজি রাখ জান,
মুত্যু সাধ গ্রহন করিবে, আছে যত প্রাণ।


ক্ষুধায় কাঁধে মানুষের প্রাণ, কত অসহায়!
লুন্ঠন করিয়া অত্যাচারী, সম্পদ বানায়।
আপন স্বার্থে, মানুষের ক্ষতি সাধিত হয়,
কোথায় আছে ধর্ম? মানুষের কি পরিচয়?
কত নিষ্ঠুর? পাষুন্ডু, বর্বর, মানুষের হৃদয়,
চাঁদাবাজি, সন্ত্রাসি করা, কোন বিধানে কয়?
চন্দ্র, সূর্য, আকাশ, জমিন, যা কিছু সৃষ্টি রয়,
স্রষ্ট্রা সাজিয়েছে, সকলের জন্য জগতময়।
সকল কর্মে পরকালের ভয় থাকিতে হয়,
কর্মই দিবে মানুষের মাঝে ধর্মের পরিচয়।


এসো ভাই হিন্দু, এসো ভাই মুসলমান,
এসো ভাই বৌদ্ধ, এসো ভাই খৃষ্ট্রান,
ধর্মের গন্ডি কাটিয়ে মিলায়ে দেই প্রাণ,
মানুষের মত মানুষ হই সকলে সমান।
সকলে এক স্রষ্ট্রার সৃষ্টি, যিনি প্রভু মহান,
কে আল্লাহ? ঈশ্বর, হরি, কে হয় ভগবান?
মসজিদ, মন্দির, গির্জায় খুজে হয়রান,
মানব হৃদয়ের দিল কাবাতে তাঁর স্হান।
স্রষ্ট্রার প্রতি মানুষের ভালবাসার প্রমাণ,
ধর্মের শিক্ষায় মানুষ হয়ে হবে মহিয়ান।


মহাপুরুষ গন, করিয়াছে ধর্ম প্রতিষ্ঠিত,
দলমত নির্বিশেষে মানুষ, ধর্ম ব্যক্তিগত।
ধর্মের শিকলে আবদ্ধ মানুষের জগত,
ফতোয়ার আদেশে হয় ভিন্ন ভিন্ন মত।
দন্দ লাগাইতেছে যত, মোল্লা, পুরোহিত,
"মানবতাই "মানুষের ধর্ম হওয়া উচিত।
কল্যানেই সকল ধর্ম হইবে নিবেদিত,
সত্যি চিরকাল, মানুষের মঙ্গল নিশ্চিত।
মানুষ খুন করছে মানুষ, ঘৃণ্য, কাজ গর্হিত
ধর্ম যথার্থ, যদি মানুষের কল্যান নিহিত।