💃আমি পথিক💃
তোফায়েল আহমেদ টুটুল


আমি পথিক, একলা চলি পথে,
সাথী কেউ নেই আমার সাথে।
কে বলেছে আমায় চলতে?
কোথায় হবে আমায় যেতে?
কত দুর পথ পাড়ি দিতে?
চলছি কেবল অজনাতে,
চলছি আমি দিবা রাতে,
পথ শেষেরি অপেক্ষাতে।


কোথা থেকে আসলাম পথে?
কোন ঠিকানা খোজে নিতে?
ভাল মন্দ কোন সে পথে?
চলছি কেবল আপন মতে।
চলতে চলতে হঠাৎ পথে,
কতজন যে এল সাথে।
চলতে গেলে সোজা পথে,
কে চায়? আমায় আটকাতে।


কত জনকে কত দিলাম,
সঙ্গের সাথী কেউ না পেলাম।
একলা আমায় করে দিল,
যত আপন ভেবেছিলাম।
বিদায় দিতে ব্যস্ত সবাই,
যাদের নিয়ে করতাম বড়াই।
পথ দেখাবে এমন কেউ নাই,
পথিক ভেবে ভুলবে সবাই।।


ভুলেছি আমি, কোন ছলনায়?
পথে পথে খেলায় খেলায়।
পথের মাঝে শান্ত ছায়ায়,
ঘুরছি কেবল স্বপ্ন মায়ায়।
জীবনচক্র চলার পথের,
পথিক ছিলাম মহারথের,
যে মহাজন মালিক পথের,
পথিক আমি তাঁর সাক্ষাতের।।


আমি পথিক পথ ভুলে যাই,
পথ হারিয়ে কোন পথে যাই!
কোন পথে যে খুজে বেড়াই?
যে পথের কোন সীমানা নাই।
যেজন পথিক করল আমায়,
দিবা নিশি ডাকছি তাহায়,
সঠিক পথে দাও হে পৌছায়,
আমি পথিক বড় অসহায়।।