👀সত্য মিথ্যার লড়াই👀
তোফায়েল আহমেদ টুটুল


সত্য মিথ্যার গুরুত্ব, আজ হারিয়েছে মানুষ,
সাদা কালো মানব দেখ, সাজে রঙ্গিন ফানুস।
দুনিয়াটা ঘুরে চলে, মিথ্যা এসে দখল করে,
সত্য পালায়ন করে, হয় যে কত নিরুপায়,
মিথ্যায় পেয়েছে মজা, সত্য বলিলে সাজা,
মিধ্যার জালে বন্ধি, সত্য জেলখানায়।


সত্যকে গোপন করে মিথ্যা বলতে গেলে,
পরবর্তি সকল কথা, মিথ্যার রাস্তায় চলে।
বাঁচার জন্য মানুষ গাঁথে, মিথ্যার শিকড়,
সত্যকে আড়াল করে, জয়ের বালুচর,
সত্য যখন লোকসমাজে প্রকাশ হতে থাকে,
মিথ্যার ক্ষমতা নেই আটকে রাখে তাকে।


মিথ্যা যত গর্ব করে নিজেকে ভাবে বীর,
সত্য বিজয়ি হেসে, উঁচু করে দেয় শির।
অপমানে মিথ্যার মাথা, নিচু থাকে চিরকাল,
সম্মানের সাথে সত্য, জ্বালায় আলোর মশাল।
মিথ্যা পাপের মুল, ঘৃনিত অভ্যাস, মুনাফিকের কাজ
সত্যর জয় চিরদিন হয়, তবে কেন? ভয়, দ্বীদা, লাজ।