✌ যৌতুক প্রথা ✌
তোফায়েল আহমেদ টুটুল


আমার দেশে চলে এলো যৌতুকের প্রথা,
"নারীর" জীবনে নিয়ে এলো বুক ভরা ব্যাথা।
কতজনের! বিয়ে হয়না যৌতুকের কথায়,
কত নারীর! স্বপ্নে গড়া সংসার ভেঙ্গে যায়।
নারী স্রষ্টার কুদরতে সৃষ্টি, কেন ভাব অসহায়?
যৌতুক আদান প্রদান, দু'পক্ষেরি অন্যায়।


বাবা মায়ের সংসারে যখন, বড় হল ছেলে,
বিয়ে দেয়ার আগে, যৌতুকের কথা বলে।
মেয়ে দেখার দরকার কি? টাকা কড়ি দিলে,
দর দাম ঠিক, অবশেষে বিয়ের কথা চলে।
ছেলের বাবা বড় দালাল, মিষ্টি করে বলে,
বেটা আমার শিক্ষিত, লাখে একখান মিলে।


বেশি কিছু চাইনা আমি, পেলে দশ লাখ,
আপনার মেয়ের সাথে বিয়ে, হবে ঠিকঠাক,
দালান কৌঠা বাদ দিলাম, সোনা গয়না থাক,
আসবাবপত্র দিবেন কিছু, সঙ্গে বক্স খাট,
টিভি ফ্রিজ নতুন মডেল, ছেলের জন্য বাইক,
কমেন্ট করবেনা কেউ, থাকবে সবার লাইক।


বাবা কেমন পড়ল দায়ে, কন্যা জন্ম দিয়ে,
নিজের পছন্দ মত পারবেনা দিতে বিয়ে।
মেয়েকে নিয়ে থাকছে কেবল আতঙ্ক ও ভয়ে,
জামাই তাহার আনতে হবে, ওজনে, ক্রয়ে।
জমি জমা বিক্রি করে টাকা কড়ি যোগায়,
নইলে বাঁচতে হবে, ছেলের বাবার কৃপায়।


রেডিও, টেলিভিশন, সংবাদ প্রত্রে পড়ি,
জীবন দিতে কত নারী গলায় নিল ধরি।
স্বামীর অত্যার, শুশুড় শাশুড়ির বাড়াবাড়ি,
টাকা পয়সা আনতে, পাঠাবে বাপের বাড়ি।
বাবা মাকে কষ্ট দিবে, চাইবে টাকা কড়ি?
বিষের বোতল হাতে নিয়ে জীবন দিল পাড়ি।


আর নয় কোন মেয়েকে যৌতুকের বলিদান,
"নারী "পুরুষের জন্য বয়ে আনে কল্যাণ।
কাপুরুষের দল যত, হয়ে যাও সাবধান,
"যৌতুক" হারাম আল্লাহ করেছে বিধান।
বিয়ে করে নারীকে সমাজে দিবে সম্মান,
রহমত, বরকত, দান করিবে প্রভু মহান।


দেন মোহর আদায় করে, স্বামী পাবে অধিকার,
সতীত্বের মূল্য দাবী, ক্ষমা করবেনা পরোয়ার।
যিনাকারী সকল পুরুষ, মোহর উসুল হয়নি যার,
কত কঠিন! স্ত্রী পাওয়া, ভাব পুরুষ একবার।
বিয়ের সময় যৌতুক হারাম, দাবী নয় কখনো আর,
পুরুষের জন্য" নারী" আল্লাহর দেয়া শ্রেষ্ট উপহার।