কুরআন
তোফায়েল আহমেদ টুটুল


ইসলাম ধর্মে ,শরীয়তে আইনের সংবিধান,
পবিত্র আসমানী কিতাব, মহাগ্রন্থ কুরআন।
ইহকাল ও পরকালে মানব মুক্তির সন্ধান,
বাস্তব জীবনে রয়েছে নিহিত ,মঙ্গল কল্যাণ।
হযরত মুহাম্মদের উপর দুনিয়ায় নাযিলকৃত,
লওহে মাহফুজে ছিল কুরআন সংরক্ষিত।
কুরআন তিলওয়াত মহান প্রভুর পছন্দ,
মধুর সুরের ধ্বনিতে পায় কত আনন্দ।


কুরআন পড়ে হইছে জ্ঞানী ,অর্থ না বুঝি,
অনুমানে সারা কুরআন মুখস্ত করেছি।
কুরআনের হাফেজ দেখ অহংকার ভারি,
লোক সমাজে চলে শুধু জ্ঞানের বাহাদুরি।
কুরআনের অমর্যাদায় নিজের মর্যাদা খুজে,
পাপ পূণ্য হয় যে তাদের ,মানুষ কি বুঝে?
কেউ শিখেছে তর্ক করা ,পড়ে এই কুরআন,
যুক্তিতে মর্যাদা খুজে ইবলিশ শয়তান।


আলিফ লাম মীম দেখ কুরআনের আয়াত,
তর্জমা তাফসীরে মুফতি, মাওলানা অজ্ঞাত।
সুরার প্রথমে আবার পড়ি ,আয়াত ইয়া সীন,
মানুষকে বুঝাবে কি ?নিজে বুঝেনি কোনদিন।
সাতাশ পাড়া ,অার রহমান আল্লামাল কুরআন,
ভন্ড কিছু আলেম ,মাওলানার ভিক্ষার চালান।
ওয়াজ কিংবা মাহফিলে কত সুন্দর বয়ান!
বিনিময় তার পাহাড় সমান, অর্থের যোগান।


ঈমান এনে বিশ্বাস করল, কোন মুসলমান?
কুরআন হল আল্লাহ পাকের পবিত্র জবান।
সর্বোত্তম ব্যক্তি নিজে শিখে অন্যকে শিখায়,
বর্তমানে এমন ব্যক্তি খুজে পাওয়া বড় দায়।
পথভ্রষ্ট মানব জাতির, মুক্তির সঠিক নির্দেশক,
কুরআনের আলোকবর্তিকা হাতে ,পথ পদর্শক।
মহান প্রভু ক্ষমা কর, তুমি বড় মেহেরবান,
হেদায়াত দাও মোদের ,বুঝিতে কুরআন।