ইচ্ছে করে
তোফায়েল আহমেদ টুটুল


ইচ্ছে করে, তোর ছায়ায় সঙ্গী হয়ে থাকি,
ইচ্ছে করে, শাড়ী হয়ে তোকে জড়িয়ে রাখি।
ইচ্ছে করে ,তোর কানে সোনার দুটি দুল,
ইচ্ছে করে ,নাকের নোলক হতে নাকফুল।
ইচ্ছে করে ,পায়ের নুপুর বাজি রিনি ঝিনি,
ইচ্ছে করে, হাতের কাঁকনে মিষ্টি শব্দ ধ্বনি।


ইচ্ছে করে ,তোর হৃদয়ের গভীরে দেই ডুব,
ইচ্ছে করে, তোকে সারাবেলা ভালবাসি খুব।
ইচ্ছে করে ,চোখের তারায় জ্বলি আলোর প্বদীপ,
ইচ্ছে করে ,তোকে নিয়ে খুজি অজানা সুখের দ্বীপ।
ইচ্ছে করে, কালো কেশে জুঁটি বাঁধার রঙ্গিন ফিতা,
ইচ্ছে করে ,স্বপ্ন হয়ে ছুয়ে দেই তোর চোখের পাতা।


ইচ্ছে করে, রাঙা ঠোটের মিষ্টি মধুর হাসি হতে,
ইচ্ছে করে ,হৃদয় সিংহাসনে তোর, আসন পেতে।
ইচ্ছে করে, মুক্তার মালা হব গলে পড়বি হার,
ইচ্ছে করে,শক্ত মাটি হতে তোর পায়ের তলার।
ইচ্ছে করে ,কোমল নরম অঙ্গে আলতো করে ছুই,
ইচ্ছে করে, প্রাণটাকে বাহির করে তোর বুকে থুই।