জীবনরে তুই মরনেরি কাছে যা নিয়ে
আমি অনেক ক্লান্ত এখন দুঃখ কষ্ট বয়ে


পোড়া কপাল নিয়ে ভবে জন্ম নিলাম একা
পেলাম যত হিসাব নিকাশ সবি ভাগ্য লেখা
আঘাত অপমানের ব্যথা নিত্য জ্বালা সয়ে


বিশ্বাস ভক্তি প্রেমের মাঝে স্বার্থলোভে অন্ধ
সত্য সুন্দর পবিত্র মন  বাঁচার দিদ্বা দ্বন্দ
আপন মানুষ পেলাম কাছে আমি পর হয়ে


অনুমান আর সন্দেহের ফাঁদ পাতা চারিদিকে
কৈফত দেয়ার নিশ্চয়তা চিন্তা ভাবনা বুকে
জয় পরাজয় প্রতিভা ক্ষয় বাঁধা বিঘ্ন ভয়ে


হুশ জ্ঞান বোধশক্তির ইচ্ছাগুলোর ডানা
উপদেশ কুড়াতে দেখি বিপদ ষোল আনা
অস্থিরতার মাঝে টুটুল সাহায্য না পেয়ে