প্রকৃতির বন্ধু
তোফায়েল আহমেদ টুটুল


দিনের বন্ধু রাত, রাতের বন্ধু আঁধার,
আঁধারের বন্ধু চাঁদ অপেক্ষা পূর্ণিমার।
চাঁদের বন্ধু সূর্য্য, সূর্য্যের বন্ধু কিরণ,
কিরণ থেকে চন্দ্র করে জোসনা গ্রহণ।


পাহাড়ের বন্ধু ঝর্ণা আর ঝর্ণার বন্ধু নদী,
ঝর্ণাধারা ছুটে চলে নদীর বুকে নিরবধি।
নদীর বন্ধু সাগর উজান ভাটির সন্ধানে,
খুঁজে মিলন মোহনা আপন হয় দুজনে।


আকাশের বন্ধু নীল নীলের বন্ধু রঙধনু,
পবনের বন্ধু সুবাস সুবাসের ফুলের রেনু।
ফুলের বন্ধু অলি অলির বন্ধু সবুজ বন,
সবুজ বনে ফুলের সনে মধুর আলিঙ্গন।


মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি,
বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি।
সৃষ্টির বন্ধু প্রকৃতি প্রকৃতির সব আপন,
সৃষ্টির মাঝে আমি তোমার বন্ধু প্রিয়জন।