প্রকৃতির পুতুল
তোফায়েল আহমেদ টুটুলে


আজব কারিগরে বানিয়ে পুতুল,
ফুঁকিল ভিতরে ধম,
শ্বাস প্রশ্বাসের হরদম খেলায়
জীবন পেল আদম।


পৃথিবীতে এসে নিঃশ্বাস টেনে,
আপন হলে জগতে,
ধীরে ধীরে ক্রমান্বয়ে বড় হলে,
মানব পরিচয় দিতে।


বাবা মা আত্মীয় স্বজনের বাঁধনে,
শিশু কিশোর যৌবন,  
বয়স বৃক্ষে অস্থিত্বের শিকড় গেঁথে,
করিলে খোঁজ প্রিয়জন।


নাম যশ সুনাম খ্যাতির শীর্ষে স্থান,
অর্জন করিতে কর্মকাণ্ড,  
কলঙ্কের বদনামে ঘৃণ্য অপমানের,
সকলি হয়েছে লণ্ডভণ্ড।


আদর সোহাগ ভালবাসার বন্ধনে,
স্নেহের কোলে সন্তান,  
দায়িত্ব কর্তব্য অধিকারের ফণায়,
বিষাক্ত সুখের মণি সন্ধান।


পুতুলের ভিতরে ছিল যেই ব্যাটারি,
চার্জ ফুড়ালো কখন?
নিথরে পড়ে থাকা অসাঢ় দেহখানি,
পুতুলের নাকি হল মরণ।


ছায়াবাজি পুতুল রুপি বানিয়ে মানুষ,
যেমনে নাচায় তেমনে নাচে,
বিশ্বলয়ে আনমনে খেলা কারিঘরের,
রুপ প্রকাশ পুতুলকে যাচে।।