প্রকৃতির শুভ সকাল
তোফায়েল আহমেদ টুটুল


সূর্য্যের রশ্নি থেকে আলো নিয়ে পঠালাম জানালায়,
খোলে দেখ আঁখি চারিদিকে আমি পাবেনা বিছানায়।
পাখির কণ্ঠে মধুর কলতানে আমার প্রাণের কথা,
আশা ভালবাসার অব্যক্ত আলাপন ভাষাতে গাঁথা।
কুয়াশার চাদর ঢেকে দিয়েছে সকল প্রকৃতি শীতল,
মায়া মমতায় জরিয়েছে বুকে স্নেহের উষ্ণ আঁচল।


সবুজ শ্যামল ফসলের মাঠে পাকা ধানের সোনা রঙ,
বিলের জলে বকের ছানা পুঁটি মাছ ধরিতে করে ঢঙ।
শাপলা শালুক ফোটা পদ্মজলে পানকৌরি দেয় ডুব,
সান বাঁধানো পুকুর ঘাটে পল্লী বালা নাইতে নামে চুপ।
হালের বলদ লাঙ্গল কাঁদে জোয়াল টেনেছে খুব জোরে,
কৃষক শ্রমিক ব্যস্ত হয়ে উঠে আপন কর্মে খুব ভোরে।


সোনা নয় রুপা নয় চকচকে জ্বলে ঝিকি মিকি,
বিন্দু বিন্দু শিশির কণাগুলো ঘাসের ডগায় দেখি।
সাদা কাল লাল নীল বেগুনী হলুদ কমলার সাজে,
মাথার উপরে আকাশ খানি অপরুপ ভাজে ভাজে।
আমার মনের গহীণ বনে সুরের কঙ্কনে নৃত্যের তাল,
শালিক টিয়া ময়না শ্যামা সবাই জানায় শুভ সকাল।।।