প্রকৃতিতে তুমি আমি
তোফায়েল আহমেদ টুটুল

তুমি আমি ভূপৃষ্টে এঁটেল দোঁআস কাঁদা মাটি,
সংমিশ্রণে ফসল ফলে ভালবাসা সোনা খাঁটি।
তুমি আমি সবুজ শ্যামল প্রকৃতির বিচিত্রাঙ্গন,
নদী নালা পাহাড় পর্বত এক সাথে সেতু বন্ধন।
তুমি আমি আসমান জমিন মেঘ বৃষ্টির বর্ষণে,
প্রেমের আলিঙ্গণে সুমিত্র বিশ্বাসের নিস্কাশনে।

তুমি আমি পুষ্প কলি এক বৃন্তে থাকি ফোটে,
ঝড় বৃষ্টি রোদ বাদল কাল বৈশাখী দেই টুঁটে।
তুমি আমি পরাগ রেনু সুভাষিত পাঁপড়ি জুরে,
সৌরভে জগত মাতিয়ে সুগন্ধে দেই মুগ্ধ করে।
তুমি আমি কাণ্ড শাখা এক বৃক্ষে মূল শিকড়,
ডালপালা পত্র পল্লবী ফুল ফল কত সুন্দর।

তুমি আমি চন্দ্র সূর্য ভাগাভাগি করি কিরণ,
দিনে আলো বিচ্ছুরণ রাত্রে জোৎস্না বিতরণ।
তুমি আমি সাগর নদী মোহনায় করি মিলন,
জোয়ার ভাটায় প্রতিদিন ঘটে হৃদয়ে বন্ধন।
তুমি আমি আলো ছায়া পাশাপশি সর্বক্ষণ,
মনের সুখে হাসি আনন্দে পৃথিবী করি ভ্রমন।