প্রাণের বাসনা
তোফায়েল আহমেদ টুটুল


অন্তরে জাগে এমন বাসনা
সত্য ন্যায়ের রুপ হেরিতে,
একটি দিনের জন্যেও যদি
মিথ্যার রাজত্ব ধ্বংস করতে।
একটি দিনের আশায় বাঁচি
ন্যায় নীতির আদর্শে গড়া,
বিজয় নিশাণ উড়ে আকাশে
সত্য সুন্দর পবিত্র বসুন্ধরা।


প্রাণের মাঝে অতৃপ্ত আশা
নিরাপদে বাঁচার স্বাধীনতা,
অনিষ্ট কেউ করবে না কভু
লোভের নেশায চরম শত্রুতা।
স্বার্থ উদ্ধারে পাতানো ফাঁদে
আটকাবে আমার জীবন গতি,
ভয়ের আতঙ্ক বুকের শংশয়
প্রতিনিয়ত ঘটে বিষম ক্ষতি।


হৃদয়ে আমার বিশ্বাস ভক্তি
ভাঙ্গে না যেন মিথ্যার ধোকায়,
অবিশ্বাসের অস্থিত্বের শিকড়
আঘাত হানে শ্রদ্ধার মর্যাদায়।
প্রতিহিংসায় সাফল্য অর্জনে
জ্বালিয়ে সমালোচনার অনল,
ব্যর্থতার চাদরে আবৃত বিজয়
মানব জীবন হয় জগতে বিফল।


মনের মাঝে তৃষ্ণার্ত পিপাসা
চাওয়া পাওয়ার চাহিদা পূরণ,
প্রচেষ্টাগুলো পরাধনীতায় বন্দি
চারিদিকে শুনি মানুষের গর্জণ।
নিঃস্ব আমি রিক্ত হস্তে ধরণীতে
প্রতিভা বিকাশের মুক্তদানে,
উজার করে ব্যক্তিত্বে হব উদার
আগামী প্রজন্মের মঙ্গল কল্যাণে।