ডাকি নত শীরে বিশ্বাস এই অন্তরে
খেলেছো আনমনে জানি একা
দাও হে দেখা তুমি প্রান সখা


ভক্তি পুজার সেজদা দিলে
তুমি খুশি না হলে
আমার জীবন যায় বিফলে
কেঁদে একা
দাও হে দেখা তুমি প্রান সখা


যতই হলাম আমি অগ্রসর
নিতে তোমার খবর
ততই পালাও দেশ দেশান্তর
দিতে ধোকা
দাও হে দেখা তুমি প্রান সখা


নিরলে ঘুরি ফিরি বিশ্বলয়ে
কত আশা বুকে নিয়ে
শূণ্য মহাকাশ হয়ে মাটির ভুবন চেয়ে
দেখি ফাঁকা
দাও হে দেখা তুমি প্রান সখা


অপেক্ষা শেষ হবে কবে
শুভদিন আসবে ভবে
তুমি আমার পাশে রবে
পথের সখা
দাও হে দেখা তুমি প্রান সখা


সদা নিত্য করি স্বরন
সেবিতে রাঙ্গা চরণ
তোমার আমার মধুর মিলন
প্রেম মাখা
দাও হে দেখা তুমি প্রান সখা


বাধা বিঘ্নের যত ঘাটি
ভুল ত্রুটি লক্ষ কোটি
অপরাধী টুটুল মাটি
চলনে বাঁকা
দাও হে দেখা তুমি প্রান সখা