প্রথম প্রেমের অনুভুতি
তোফায়েল আহমেদ টুটুল


গাহি গান আমি আনমনে, এই অবসরে,
তুই বনরাজ্যে সবুজ কন্যা প্রকৃতির চাদরে।
মোর বিশৃঙ্খল জীবনে যাহা কিছু অসুন্দর,
সাজায়ে রাখতি চির হরিৎ বনাঞ্চল সুন্দর।
অসুন্দর কোনো কিছু হেরে মোর দুই আঁখি,
ব্যথা যেন নাহি পায় ওগো প্রাণপ্রিয় সখি।


পুষ্প কাননে বসি ফুটাইতে বিশ্বাসের কলি,
ভালবাসার ফুল কুঁড়াতে উদাসী বনমালী।
হরেক রকমের ফুল দিয়ে বানিয়ে অলঙ্কার,
নাকের নোলক কানে দুল গলাতে মনিহার।
তুই মোর পবিত্র হৃদয়ে স্বপ্নে সজ্জিত আশা,
আবেগ অনুভুতি স্পর্শকাতর ভালোবাসা।


অট্টহাসি ছড়ানো বিলুপ্ত হয়নি অনন্ত কালে,
ডুব সাঁতারিরা খেয়াঘাটের খরস্রোতা জলে।
সোনালী রৌদ্দুরে চিকচিক বালি মাখা গা'য়ে,
শাড়ির আঁচলে ভেজা চুলের জল মুছে দিয়ে।
অভিমানীর আদরে বকা আর শাসন বারণ,
আমার অন্তর করেছিল যবে অজান্তে হরণ।


কৈশরের দুরন্তপনা মনের আবেশ পবণে উড়ে,
প্রথম প্রেমের অনুভুতিগুলো রয়েছিল বহুদূরে।
উদ্ভ্রান্ত যৌবনের প্রতারণায় মিছে আলেয়ার পিছে,
অসহায়ের মত অনুসন্ধান করি সুপ্ত হৃদয়ের কাছে?
অন্তরে ধারণ করেছি আজো স্মৃতির মাঝে বিচরণ,
সত্য সুন্দর নিরন্তর প্রথম প্রেম জীবিত বুকের গহণ।