প্রত্যাশা
তোফায়েল আহমেদ টুটুল


প্রকৃতির নিয়মে পাল্টায় বৈচিত্রময় বিশ্ব,
আকাশের বুকেও চলছে খেলা অবিরাম,
মেঘের ভেলায় কখনো নীলেরা ভাসমান,
আজ হয়তো রয়েছি মোরা কেবলই নিঃস্ব।


নিঃস্ব হলেও মোরা বিশ্ব জয়ের আশা বুকে,
সফলতার শীর্ষ অবস্থানে করব রাজ্য দখল,
ব্যর্থতার গ্লানি রিক্ত হাতে শূণ্যতে যোগফল,
কোনদিন জানি সুদিন হবে হাসব স্বর্গ সুখে।


সাগরের বুকেও জেগেছে চর হয়েছে নগর,
আকাশ পাতাল ভেদে কত অজানার সন্ধান,
ভৌগলিক রাষ্ট্রীয় ইতহাস চিকিৎসা বিজ্ঞান,
মহাকাল ধরে মঙ্গল কল্যাণে উন্নতির শিখড়।


প্রকৃতির নিয়মে আসবে আবার শুভ দিন,
ধরণীর বুকে আমরাও হব অমর চিরঞ্জীব,
তুচ্ছ মায়াবনে সুখের সন্ধানে খুঁজে পার্থীব,
সকল জড়তা কাটিয়ে বিশ্বময় হবে রঙিন।।