আর আমি কাঁদিব না গো
কাঁদিব না নিয়ে প্রেম আরতি
বিশ্বাস ভক্তি মনের শক্তি
মানুষ করে মানুষের ক্ষতি


আমি মানুষ তাই নিত্য ভুলে যাই
মিষ্টি মধুর কথার বুলি শুনে
মিথ্যা অজুহাতে স্বার্থ খুজে পেতে
সত্য বলিতে নেই সুমতি


ক্ষমা করি যত আঘাত অপমান তত
ভালো মানুষের মূল্য না পাই
ভাবছে দুর্বল অত্যাচারী দল
নির্যাতনে বাড়ে জুলুম গতি


ব্যথা ভরা প্রান চাইনাতো অনুদান
তবুও ভিখারী মানুষের দ্বারে
কেউ তো বুঝেনা জীবনের সাধনা
টুটুলের এই প্রেম প্রীতি