প্রেম না চোর
তোফায়েল আহমেদ টুটুল


প্রেমের সুরে মনের ঘরে সিঁধ কাটিল চোরে,
নিথর দেহটাকে অবশ করে অন্তর চুরি করে।
সুখ শান্তির ধন দৌলত হৃদয়ের যত সম্পদ,
উলট পালট বুকের শহর ঘটাল যে মহাবিপদ।।


ভালবেসে ডাকি যখন হৃদয় মাঝে অনুভবে,
অন্তরে বিচরণ তার আপন প্রিয়জন কে তবে?
অনুরাগে অভিমানে দঃখ যন্ত্রণা কুটি কুটি হাসে,
ব্যথা বেদনার অতৃপ্ত বিরহে জীবন পৌছে সর্বনাশে।।


প্রেম একটা চোর চুরি করে অবুঝ মনের সরলতা,
সিঁধ কাটে বিশ্বাসের ঘরে বাড়ে সন্দহের প্রবনতা।
চোরের মত পালিয়ে বেড়ায় অপরাধী খুন করে,
প্রেম না চোর ধরতে গেলে আড়ালে যায় বহু দূরে।।