প্রেম নদী
তোফায়েল আহমেদ টুটুল


প্রেম নদী কেমনে দিবে পাড়ি অবুঝ ব্যাপারী,
সন্দেহের স্রোতে আমার মনটা যে ভাঙ্গা তরী।
অবিশ্বাসের দমকা হাওয়া ছিড়া পালে বৈঠা বাওয়া,
হাবু ডুবু জলের গহীণ জীবনের চাওয়া পাওয়া।
আবেগের মাস্তুল হয়না কভু বিশ্বাসের শক্ত খুঁটি,
অভিমানের রোদ বাদল অনুরাগে দেয়না টুঁটি।


ভুল করে প্রেম নদীতে দিতে গেলাম যবে সাঁতার,
উজান ভাটির স্রোতের টানে হারালাম গন্তব্য ধার।
আবেগের বৈঠা হাতে হাল ধরেছি শক্ত করে,
অবহেলার পবণ এসে পাল খানি দিল ছিড়ে।
কল্পণার দ্বীপ সন্ধানে অজানা পাড়ি তেপান্তরে,
অপমানের ঢেউগুলি পাড় ভাঙ্গে বুকের তীরে।


দেখেছি প্রেম নদীর বয়ে চলে যাওয়ার গতি,
সর্বনাশীর বুকে নেই মায়া দয়া স্নেহের বসতি।
জোয়ারে অসহায় মানুষের ভাঙ্গে হৃদয়ের নীড়,
ভাটীর ছলনার ঢেউ তালে তালে উত্তাল অস্থির।
বুকের মাঝে পানি আছে বিষাক্ত লবণের স্বাধ,
ভালবাসার ফসলের কভু হয়না জানি আবাদ।।